কম খরচে ধানের আগাছানাশক ব্যবহার করে খুব সহজেই আগাছা দমন করা যায়। বাংলাদেশের বাজারে অনেক ধরণের আগাছানাশক পাওয়া যায়।
তার মধ্যে তরল, দানাদার, এবং পাউডার এই তিন ধরণের আগাছানাশক ব্যবহার করে কৃষকেরা বেশ সুফল পাচ্ছেন। কিন্তু এই আগাছানাশক ব্যবহারে বেশ ভোগান্তিও পোহাতে হয় আমাদের কৃষকদের।
কয়েকজন কৃষকদের সাথে কথা বলে দেখা গেছে যে, কিছু কিছু আগাছানাশক ব্যবহার করেও তারা ভালো ফল পাচ্ছেন না।
কৃষকদের এই ভোগান্তির কথা মাথায় রেখে সাদিক এগ্রোকেমিক্যালস কোঃ লিঃ বাজারে নিয়ে আসলো ধানের আগাছানাশক টাইমিক্স ২০ ডব্লিউপি।
আসুন এবার জেনে নেই ধানের আগাছানাশক টাইমিক্স সম্পর্কে বিস্তারিত তথ্য এবং ব্যবহারবিঁধি।
সুচীপত্র
প্রডাক্ট পরিচিতি
মেটসালফিউরন ১০% এবং ক্লোরিমিউরন ১০% নিয়ে তৈরি করা হয়েছে ধানের আগাছানাশক টাইমিক্স ২০ ডব্লিউপি।
টাইমিক্স এর প্রয়োগমাত্রা
টাইমিক্স সাধারণত ধানের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। টাইমিক্স সাধারণত খুদে শ্যামা, শ্যামা হলদে মুথা, বড় কচু, এবং পানি কচু ইত্যাদি আগাছা দমনে অনেক বেশি কার্যকর।
প্রতি হেক্টর জমিতে ২০ গ্রাম, প্রতি একর জমিতে ১০ গ্রাম এবং প্রতি বিঘা জমিতে ২.৭ গ্রাম টাইমিক্স প্রয়োজন হয়।
জেনে নিন, অতিরিক্ত গরমে সুস্থ থাকার উপায়
টাইমিক্স এর ব্যবহার বিঁধি
ধানের আগাছানাশকের ব্যবহার বিঁধি ভালোভাবে জানা না থাকলে ভালো ফলাফলের আশা করা যায় না। তাই ব্যবহার বিঁধি সম্পর্কে জ্ঞান রাখা গুরুত্বপূর্ণ।
টাইমিক্স ২০ ডব্লিউপি ধানের চারা রোপনের পর ব্যবহার করতে হয়। আগাছা যখন জন্মানো শুরু করে অথবা আগাছা এক দুই পাতা হলে জমিতে প্রয়োগ করতে হয়।
ব্যবহারের সময় জমিতে যেন পানি থাকে, এটি অবশ্যই মাথায় রাখতে হবে অর্থাৎ জমিতে পানি না থাকলে এটি ব্যবহার করা যাবে না।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, টাইমিক্স ২০ ডব্লিউপি জমিতে দেয়ার পর জমিতে থাকা পানি না শুকানো পর্যন্ত নতুন করে জমিতে পানি দেয়া যাবে না।
টাইমিক্স ২০ ডব্লিউপি স্প্রে অথবা সারের সাথে খুব সহজেই ব্যবহার করা যায়। সতর্কতা হিসেবে টাইমিক্স ২০ ডব্লিউপি প্রয়োগ করার প্রায় ৭ থেকে ১৪ দিনের মধ্যে ফসল তোলা যাবে না।
ধানের আগাছানাশক টাইমিক্স ব্যবহারের সুবিধা
কেন আপনি ধানের আগাছানাশক হিসেবে টাইমিক্স ২০ ডব্লিউপি ব্যবহার করবেন? এই প্রশ্ন মাথায় আসা খুবই স্বাভাবিক। টাইমিক্স ২০ ডব্লিউপি ব্যবহারে বেশ কিছু সুবিধা রয়েছে যেমন-
১. এক মৌসুমে একবারই প্রয়োগ করতে হয় অর্থাৎ একাধিকবার প্রয়োগের প্রয়োজন পড়ে না।
২. অন্তর্বাহী প্রি ও পোস্ট ইমারজেন্স গুণসম্পন্ন এবং নতুন ধরণের আগাছানাশক, যা সকল প্রকার আগাছা সফলভাবে দমনে করে।
কিন্তু ধান গাছে কোন প্রকার বিষক্রিয়া প্রদর্শন করেনা অর্থাৎ ধান গাছের কোন প্রকার ক্ষতি করে না।
৩. ধান গাছের কচি পাতায় কোন ধরণের প্রভাব পড়ে না।
৪. অন্যান্য আগাছানাশক প্রয়োগ করার পরেও হালকা নিড়ানির প্রয়োজন পড়ে, কিন্তু টাইমিক্স ২০ ডব্লিউপি ব্যবহারে কোন প্রকার নিড়ানির প্রয়োজন হয় না।
৫. অন্যান্য আগাছানাশকের তুলনায় দাম অনেক কম এবং অধিক কার্যকরী।
ধানের আগাছানাশক টাইমিক্স ২০ ডব্লিউ সকল আগাছানাশকের থেকে কম দাম এবং অল্প পরিমাণে ব্যবহার করতে হয় এবং ব্যবহার বিধি সহজ হওয়ায় কৃষক অনেক বেশি উপকৃত হবে বলে আশা করা যায়।
আরও পড়ুনঃ
Thanks for the good article, I hope you continue to work as well.