কম বেশী সবাই গণিতকে ভয় পায়। তাই বলে এই ভয়ভীতি দূর করার কি কোন উপায় নেই? অবশ্যই আছে। বর্তমানে আমরা প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি।
স্মার্টফোনে বিভিন্ন অ্যাপস ইন্সটল করি, তবে বেশীর ভাগ অ্যাপ তেমন কোন কাজের নয়।গণিতের দুর্বলতা দূর করতে গণিত সমাধানের অ্যাপস ব্যবহার করলে মন্দ হয় না।
আজকে আমরা এমন ৫টি গণিত সমাধানের অ্যাপস নিয়ে জানবো যা আপনাকে গণিত ভীতি দূর করতে সাহায্য করতে পারে। এই অ্যাপস গুলো আপনাকে এমনভাবে সাহায্য করবে যা আপনি কখনো কল্পনাও করেননি কখনো।
আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেই, গণিত সমাধানের জন্য সেরা ৫টি মোবাইল অ্যাপস সম্পর্কে।
সুচীপত্র
গণিত সমাধানের জন্য সেরা মোবাইল অ্যাপস
গণিত সমাধানের জন্য গুগল প্লে-স্টোরে অ্যাপস এর অভাব নেই। কিন্তু অধিকাংশ মোবাইল অ্যাপস আপনার চাওয়া পূরণ করতে পারে না।
আর যেমনটা আপনি চাচ্ছেন এমন অ্যাপস খুঁজে পাওয়াও অনেক কষ্টের। অহেতুক খোঁজা খুঁজিতে সময় নষ্ট না করে জেনে নিন গণিত সমাধানের সেরা মোবাইল অ্যাপস।
১. Photomath
অংক করে দেয়ার জন্য আপনার হাতে যদি একটি যাদুর প্রদীপ থাকতো তবে কেমন হত? মনে করতে পারেন তা তো রূপকথার গল্প মাত্র, বস্তবে এমন কিছুই নেই। আপনার ধারণা সত্য। বাস্তবে এমন যাদুর প্রদীপ না থাকলেও আছে মোবাইল অ্যাপস।
কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা, প্রথমে আমি নিজেও বিশ্বাস করিনি। যখন নিজের মোবাইলে ইন্সটল দিয়ে দেখেছি সত্যি অনেক আশ্চর্য হয়েছি।
আপসটির নাম Photomath. এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটি অংকের ছবি স্ক্যান করলেই ১ থেকে ২ সেকেন্ড এর মধ্যে অংকটি করে দেবে। এমনকি অ্যাপটি কিভাবে অংকটি করল সেটিও ব্যাখ্যা করে দেবে।
সহজ থেকে কঠিন যেকোনো অংকের সমাধান পেতে পারেন নির্ভুলভাবে। হোক তা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সরল, শতকরা, ত্রিকোণমিতি, বীজগণিত ইত্যাদি। কোন প্রকার ঝামেলা ছাড়াই ১ থেকে ২ সেকেন্ড এর মধ্যে ব্যাখ্যাসহ সমাধান পেয়ে যাবেন।
এই অ্যাপটি ব্যবহার করতে একটি অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজন হবে। সবার প্রথমে আপনার স্মার্টফোনে অ্যাপটি ইন্সটল করতে হবে।
ইন্সটল করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে গুগল প্লে-স্টোরে, সেখানে Photomath লিখে সার্চ দিলেই সবার প্রথমে চলে আসবে কাঙ্ক্ষিত অ্যাপটি। তারপর অন্যান্য অ্যাপস এর মত করেই ইন্সটল করে নিন।
এই অ্যাপটি ব্যবহারে কোন প্রকার জটিলতা নেই। ক্লাস ওয়ানের একটি বাচ্চাকে একবার দেখিয়ে দিলে অনায়াসে ব্যবহার করতে পারবে অ্যাপটি।
আপনাদের সুবিধার জন্য অ্যাপটির লিংক নিচে দিয়ে রাখলাম, চাইলে এই লিংক থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।
https://play.google.com/store/apps/details?id=com.microblink.photomath&hl=en
বই থেকে অংক স্ক্যান করে কিংবা হাতে লিখে স্ক্যান করেও নির্ভুল ফলাফল দিতে পারে এই অ্যাপটি। একটি কথা মাথায় রাখবেন, গণিতের ভাষা যেন হয় ইংরেজি কারণ বাংলা ভাষার অপশন অ্যাপটিতে দেয়া নেই।
তাই আর দেরি না করে আজই আপনার মোবাইলে ইন্সটল করে নিন আশ্চর্যজনক অ্যাপটি।
২. MyScript Calculator
এই অ্যাপটির একটি মজার বৈশিষ্ট্য হচ্ছে অ্যাপটি ওপেন করার পর স্ক্রিনের উপর ম্যাথ লিখলেই সাথে সমাধান পাওয়া যায়। অনেকের কাছে এটি উন্নত ক্যালকুলেটর হিসেবে পরিচিত।
স্ক্রিনে আঙ্গুল দিয়ে লিখলেই সাথে সাথে ব্যাখ্যাসহ রেজাল্ট দিয়ে দেয় অ্যাপটি। এটি ইন্সটল দেয়ার জন্য খুব বেশী পরিশ্রম করতে হয় না।
গুগল প্লে-স্টোরে গিয়ে MyScript Calculator লিখে সার্চ দিলেই সবার প্রথমে চলে আসবে অ্যাপটি। এরপর অন্যান্য অ্যাপ এর মত করেই ইন্সটল করতে হয়।
আপনাদের সুবিধার জন্য নিচে অ্যাপটির লিংক দেয়া আছে, চাইলে এখান থেকেও ইন্সটল করে নিতে পারেন।
https://play.google.com/store/apps/details?id=com.myscript.calculator&hl=en
৩. All Math Formula
যেকোন ধরণের ম্যাথ করতে হলে ম্যাথের ফর্মুলা বা সূত্র জানতে হয়। যেমন, পাটিগণিত, বীজগণিত, ভেক্টর ক্যালকুলাস, ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি, বিটা গামা, সিরিজ ইত্যাদি তো আছেই সাথে অন্যান্য সকল ধরণের ম্যাথের ফর্মুলা বা সূত্র অনায়াসে পাওয়া যাবে অ্যাপটিতে।
এই অ্যাপটিতে প্রায় এক হাজারেরও বেশী সূত্র রয়েছে। ম্যাথ করতে গিয়ে অনেক সময় ফর্মুলা বা সূত্র মাথায় আসে না আর তখনই বই বের করে সূত্র খুঁজতে হয়, এতে অনেক সময় লেগে যেতে পারে।
সময় অপচয় রোধ করতে আজই ইন্সটল করে রাখতে পারেন All Math Formula মোবাইল অ্যাপটি। এই অ্যাপটি ইন্সটল করতে সবার প্রথমে গুগল প্লে-স্টোরে গিয়ে সার্চ বারে All Math Formula লিখে সার্চ দিলেই সবার প্রথমে চলে আসবে অ্যাপটি।
আর অন্যান্য অ্যাপের ন্যায় ইন্সটলও করতে পারবেন ঝামেলা ছাড়াই। আপনাদের সুবিধার্থে নিচে All Math Formula অ্যাপটির লিংক দেয়া হল, চাইলে এই লিংক থেকেও ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন।
https://play.google.com/store/apps/details?id=com.wasim.formula&hl=en
৪. MalMath
এই মুহূর্তে একজন গনিত শিক্ষকের প্রয়োজন হলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এ অ্যাপটি। এখানে সবগুলো এবং সব ধরণের ম্যাথের ব্যাখ্যাসহ সমাধান পাওয়া যায়। সহজ থেকে কঠিন সব ধরণের ম্যাথের সমাধান মিলবে অ্যাপটিতে।
ছাত্র ছাত্রীদের পাশাপাশি শিক্ষকদেরও অতি প্রয়োজনীয় একটি অ্যাপ MalMath. এই অ্যাপটি অনলাইন কিংবা অফলাইন দুভাবেই ব্যবহার করা যায়। তাই অতিরিক্ত টাকা অপচয় হওয়ার সুযোগ থাকে না।
অ্যাপটি ডাউনলোড করার জন্য বা ইন্সটল করার জন্য প্রথমে গুগল প্লে-স্টোরে গিয়ে MalMath লিখে সার্চ দিলেই সবার প্রথমে দেখা মিলবে MalMath এর। আর কোন প্রকার ঝামেলা ছাড়াই ইন্সটল করতে পারবেন খুব সহজেই।
আপনাদের সুবিধার জন্য অ্যাপটির লিংক নিচে দেয়া হল, আপনি চাইলে এই লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
https://play.google.com/store/apps/details?id=com.malmath.apps.mm&hl=en
৫. WolframAlpha
এই অ্যাপটি মূলত একটি পেইড অ্যাপ অর্থাৎ টাকা দিয়ে কিনে নিতে হয়। বাংলাদেশী টাকায় এই অ্যাপটির মূল্য প্রায় ২৫০ টাকা। অনেকের কাছে এই অ্যাপটির কদর অনেক বেশী কারণ, এই অ্যাপটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর একটি অ্যাপ।
এটি বিভিন্ন ধরণের ম্যাথ সমাধান করার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন জটিল জটিল সমস্যারও সমাধান দিতে পারে অনায়াসেই।
আপনি যদি টাকা ব্যয় করতে না চান তবে মোবাইল অ্যাপ এর পরিবর্তে তাদের ওয়েবসাইট ফ্রিতে ব্যবহার করতে পারবেন। কিন্তু মোবাইল অ্যাপ ব্যবহার করতে হলে ২৫০ টাকা আপনাকে ব্যয় করতে হবে।
এই অ্যাপটি ইন্সটল করার জন্য সবার প্রথমে আপনাকে গুগল প্লে-স্টোরে গিয়ে WolframAlpha লিখে সার্চ দিতে হবে তারপর সেখানে প্রথম যে অ্যাপটি আসবে সেটিই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত অ্যাপ।
আর অন্যান্য অ্যাপ এর মতই কোন প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই ইন্সটল করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য অ্যাপটির লিংক নিচে দেয়া হল, আপনি চাইলে এই লিংক থেকে ইন্সটল করে নিতে পারেন।
https://play.google.com/store/apps/details?id=com.wolfram.android.alpha&hl=en
ফ্রি ব্যবহার করার জন্য তাদের ওয়েবসাইট ব্যবহার করতে পারেন নিচের ওয়েব এড্রেস এ ক্লিক করে।
আপনি শিক্ষক কিংবা ছাত্র যাই হোন না কেন এই লেখাটি আপনার জন্য। ছাত্র কিংবা শিক্ষক কোনটিও না হয়ে থাকলে হয়তো আপনি অভিভাবক, আপনার ছেলে মেয়ে পড়াশুনা করে তাদের কে শেয়ার করলে তারা অনেক বেশী উপকৃত হবে।
আপনি যদি অন্য কোন ভালো অ্যাপ ব্যবহার করে থাকেন তবে তা আমাদের কমেন্ট করে জানান। এবং আমাদের লেখাটি বেশী বেশী শেয়ার করুন, আপনার না হোক আপনার আশে পাশে অনেক ছাত্র ছাত্রীর উপকারে আসবে আশা করি।
আরও পড়ুন,
*লেখাটি শেয়ার করার অনুরোধ রইলো*