Download Free FREE High-quality Joomla! Designs • Premium Joomla 3 Templates BIGtheme.net
Home » রকমারি » বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

bangladesh fisheries research institute new job circular deadline 02.07.2020

১. পদের নামঃ বৈজ্ঞানিক কর্মকর্তা (স্থায়ী রাজস্ব)

পদ সংখ্যাঃ ১৯

বেতন স্কেলঃ টাকা ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা

গ্রেডঃ

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে মৎস্য বিজ্ঞান বিভাগে স্নাতক বা মাস্টার্স পাশ অথবা প্রাণীবিজ্ঞান বিষয়ে অনার্স এবং মাস্টার্স পাশ।

রেজাল্টঃ ২য় শ্রেণীর নিচে কোন প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য নয়।

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বছর

জেলা কোঠাঃ নাই

জেনে নিন, কর্মক্ষেত্রে সৃজনশীলতা বাড়ানো যায় যেভাবে

 

২. পদের নামঃ গ্রন্থাগারিক (স্থায়ী রাজস্ব)

পদ সংখ্যাঃ

বেতন স্কেলঃ টাকা ২২০০০ থেকে ৫৩০৬০ টাকা

গ্রেডঃ

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিভাগে স্নাতক বা মাস্টার্স পাশ হতে হবে।

রেজাল্টঃ ২য় শ্রেণীর নিচে কোন প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য নয়।

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বছর

জেলা কোঠাঃ নাই

পড়ে নিন, নিজেকে প্রকাশের প্রয়োজনীয় দক্ষতা

 

৩. পদের নামঃ ফটোগ্রাফার (স্থায়ী রাজস্ব)

পদ সংখ্যাঃ

বেতন স্কেলঃ টাকা ১২৫০০ থেকে ৩০২৩০ টাকা

গ্রেডঃ ১১

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান হতে বিজ্ঞান অথবা মানবিক অথবা ব্যবসা যেকোনো বিভাগ হতে উচ্চ মাধ্যমিক পাশ এবং ফটোগ্রাফিক ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

রেজাল্টঃ উচ্চ মাধ্যমিক পাশ।

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বছর

জেলা কোঠাঃ নাই

জেনে নিন, ব্যক্তিত্ব গঠনের ১৩ টি কৌশল

 

৪. পদের নামঃ গবেষণা সহকারী (অস্থায়ী রাজস্ব)

পদ সংখ্যাঃ

বেতন স্কেলঃ টাকা ৯৩০০ থেকে ২২৪৯০ টাকা

গ্রেডঃ ১৬

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান হতে বিজ্ঞান বিভাগ হতে উচ্চ মাধ্যমিক পাশ এবং গবেষণাগারে এই কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

রেজাল্টঃ উচ্চ মাধ্যমিক পাশ।

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বছর

জেলা কোঠাঃ নাই

পড়ে নিন, ইংরেজিতে উন্নতি করার চমৎকার কৌশল

 

৫. পদের নামঃ পাম্প অপারেটর (অস্থায়ী রাজস্ব)

পদ সংখ্যাঃ

বেতন স্কেলঃ টাকা ৮৮০০ থেকে ২১৩১০ টাকা

গ্রেডঃ ১৮

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান হতে যেকোনো বিভাগ হতে মাধ্যমিক পাশ এবং অটো ডিজেল বিষয়ে কোর্স করা থাকতে হবে।

রেজাল্টঃ মাধ্যমিক পাশ।

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বছর

জেলা কোঠাঃ নাই

জেনে নিন, পড়ার সময় ঘুম তাড়ানোর কার্যকরী উপায়

 

৬. পদের নামঃ প্লাম্বার (অস্থায়ী রাজস্ব)

পদ সংখ্যাঃ

বেতন স্কেলঃ টাকা ৮৮০০ থেকে ২১৩১০ টাকা

গ্রেডঃ ১৮

শিক্ষাগত যোগ্যতাঃ সরকার স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান হতে যেকোনো বিভাগ হতে মাধ্যমিক পাশ এবং প্লাম্বিংবিষয়ে কোর্স করা থাকতে হবে।

রেজাল্টঃ মাধ্যমিক পাশ।

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বছর

জেলা কোঠাঃ নাই

 

আরও পড়ুন, ঘরে বসে আয় করার সহজ এবং কার্যকরী উপায়

 

PDF ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

bangladesh fisheries research institute new job circular ০২.০৭.২০২০

*আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন*

Check Also

Export Development Bureau Recruitment Circular for 37 Posts

রপ্তানি উন্নয়ন ব্যুরোতে ৩৭ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি

  ১. পদের নামঃ সহকারী পরিচালক পদ সংখ্যাঃ ০২ টি বেতন স্কেলঃ ২২০০ টাকা থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!